সিলেটে করোনায় মৃত্যু ৩ আক্রান্ত ৮৪

সিলেটে করোনায় মৃত্যু ৩ আক্রান্ত ৮৪
MostPlay

সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। আর সুস্থ হয়েছেন ৭২জন।

মঙ্গলবার ১লা জুন সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিলেট গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮৪জন। তন্মধ্যে সিলেট জেলায় ৬৩ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২ জন।

এনিয়ে পুরো বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২২ হাজার ৬৯৬ জন। তারমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭৬ জন। সুনামগঞ্জে ২ হাজার ৮২১ জন, হবিগঞ্জে ২ হাজার ৫০৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৯৫ জন।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। ফলে এনিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২১ হাজার ৩১৪ জন। তারমধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১৮২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩২ জন।

বিগত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আরও ৩জনের প্রাণহানি হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৯ জনে। তারমসধ্যে সিলেট জেলায় ৩৩১ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন ।

এসময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। তারমধ্যে সিলেটে ৯ জন ও সুনামগঞ্জে ৩ জন রয়েছেন। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে আরও ৬ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password