৩ শিক্ষার্থী রিমান্ডে এলএসডি মাদক উদ্ধারের ঘটনায়

৩ শিক্ষার্থী রিমান্ডে এলএসডি মাদক উদ্ধারের ঘটনায়
MostPlay

এলএসডি বেচাকেনায় জড়িত অভিযোগে গত বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে তিন শিক্ষার্থীরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ ব্লট এলএসডি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ডিবি।

ঢাকা থেকে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভার্চুয়াল শুনানির পর আসামিদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের এসআই সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিন শিক্ষার্থী হলেন- সাদমান সাকিব ওরফে রুপল (২৫), অসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়েন।

মন্তব্যসমূহ (০)


Lost Password