ভারত থেকে চতুর্থ চালানে আরো ২৯ অ্যাম্বুলেন্স এলো বাংলাদেশে

ভারত থেকে চতুর্থ চালানে আরো ২৯ অ্যাম্বুলেন্স এলো বাংলাদেশে
MostPlay

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত সরকারের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চতুর্থ চালানে আরো ২৯ টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স এসেছে বাংলাদেশে। রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরের টিটি আই মাঠে প্রবেশ করে।

এর আগে গত ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০ টি ও ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে চার চালানে ১০০টি অ্যাম্বুলেন্স আসলো বাংলাদেশে। বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী আজিম উদ্দীন গাজী বলেন, প্রতিবেশি দেশ ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের পাশাপাশি রয়েছে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক। এরই সুত্র ধরে বিভিন্ন দূর্যোগকালীন সময়ে বাংলাদেশের পাশে দাড়িয়েছে ভারত সরকার। 

বন্ধুত্বের জানান দিতে বাংলাদেশও ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে ভারতের পাশে থেকেছেন সাধ্যমত।  ভারতের  রফতানি বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র বাংলাদেশ।

ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ  আসেন। এসময়  দেশে স্বাস্থ্য সেবা উন্নয়ন আর  চলমান করোনা পরিস্থিতি যৌথ মোকাবেলায় বাংলাদেশকে ১০৯ টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন।

অ্যাম্বুলেন্স আমদানি কারকের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হচ্ছে। এবং আগামী মাসে বাকি ৯টি  অ্যাম্বুলেন্স ঢুকবে বাংলাদেশে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, ভারতে করোনা যখন মহামারী অবস্থা তখন বাংলাদেশ সরকার ওষুধ দিয়ে সাহায্য করেছে। ভারতও অ্যাম্বুলেন্স দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছে।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান জানান, উপহারের অ্যাম্বুলেন্স শুল্ক মুক্ত সুবিধায় কাস্টমস থেকে খালাস দেওয়া হচ্ছে। দ্রুত যাতে ছাড় হয় সেজন্য বিশেষ টিম গুরুত্ব সহকারে কাজ করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password