ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার কামাল হোসেন। মেডিকেলে হামলার ঘটনায় যে মামলা হয়েছে- সেটিতে সঞ্জয়কে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই যুবকের নাম সঞ্জয় পাল জয়। তিনি গাইবান্ধা শহরের সরকার পাড়ার বাসিন্দা। গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদ রানা সাংবাদিকদের জানিয়েছেন, সঞ্জয় ঢামেকে হামলায় জড়িত। ইতিমধ্যে তার বিরুদ্ধে একটি মামলায় হয়েছে। শিগগিরই তাকে ঢাকা সোপর্দ করা হবে।
শনিবার (৩১ আগস্ট) রাতে ঢামেক হাসপাতালে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরদিন রোববার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। এ ঘটনায় হামলাকারীদের আটক ও শাস্তি নিশ্চিত এবং সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েক দফা দাবি জানানো হয়।
ওই দিন ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) একজন শিক্ষকসহ চার জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন