আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনা রকেটের ধ্বংসাবশেষ

আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনা রকেটের ধ্বংসাবশেষ

গত ২৯ এপ্রিল লংমার্চ ফাইভবি (Long March 5B) নামের একটি রকেট পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে পাঠায় চিনের মহাকাশ গবেষণা সংস্থা। রকেটটি সফল ভাবে মহাকাশ স্টেশনের কক্ষপথের পৌঁছালেও গ্রাউন্ড স্টেশনর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি।

উল্টো ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে তবে আশঙ্কার কথা হচ্ছে রকেটটির একটি অংশ আলাদা হয়ে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। বিজ্ঞানীরা জানান আঠারা টন ওজনের ধ্বংসাবশেষটি ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

ধারণা করা হচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটা পৃথিবীতে পড়বে তবে ঠিক কখন এবং পৃথিবীর কোন অংশে সেটি আছড়ে পড়বে এখনই বলতে পারছেন না তারা। তবে এক প্রতিবেদনে বিবিসি জানায়, ধ্বংসাবশেষটি উত্তরে নিউইয়র্ক, ইস্তাম্বুল ও বেইজিং এবং দক্ষিণে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও চিলির উপর দিয়ে ঘুরছে।

এখন পর্যন্ত পৃথিবীতে ধসে পড়তে যাওয়া সবচেয়ে বেশি ওজনের ধ্বংসাবশেষ হতে যাচ্ছে এটি। ধ্বংসাবশেষটি ৯৮ ফুট লম্বা এবং ১৬ ফুট চওড়া। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ধ্বংসাবশেষটির গতিপথ পর্যবেক্ষণ করলেও তা ধ্বংস করার কোন পরিকল্পনা নেই তাদের।

এমন কি এটা সাগরে পড়তে পারে বলেও ধারনা করছেন তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password