বিষাক্ত পোটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু

বিষাক্ত পোটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু

জেলার শ্রীমঙ্গলে বিষাক্ত পোটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধু নুরুননাহার (২৫)। এছাড়া নুরুন্নাহারের শিশুপু্ত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রাতেই সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের এএসপি আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইন চার্জ আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, স্থানীয়রা বিষাক্ত পোটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যুর কথা বললেও মাছটি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাছটি ব্যাঙ নমুনার, অনলাইনে সার্চ করে জানা গেছে এটি একটি বিষাক্ত মাছ। বিস্তারিত ময়নাতদন্ত শেষে জানা যাবে।

এদিকে বিষাক্ত মাছ খেয়ে একই পরিবারের বউ-শাশুড়ির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার লাশ দুটি ময়না তদন্ত শেষে উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদ্রাসা গোরস্থানে তাদের দাফনের কথা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password