জুমআর দিন দোয়া কবুলের মুহূর্ত কোনটি?

জুমআর দিন দোয়া কবুলের মুহূর্ত কোনটি?
MostPlay

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে জুমআর দিন দোয়া কবুলের সময় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। সেই সময়টি কোনটি?

হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জুমআর দিন এমন একটি সময় আছে, সে সময় আল্লাহর বান্দাহ আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাআলা তা-ই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা সন্ধান কর।’ (আবু দাউদ)

মুমিন মুসলমানের উচিত, জুমআর দিন আসরের নামাজের পর মহান আল্লাহর কাছে ক্ষমা-প্রার্থনাসহ যাবতীয় দোয়া করা। হাদিসের ঘোষণায় এ সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করে জুমআর দিনের ফজিলত ও বরকত পাওয়ার তাওফিক দান করুন। আমি

মন্তব্যসমূহ (০)


Lost Password