বিমান বন্দরে নামলেই বুঝা যাবে এটা ‘মুজিবের দেশ

বিমান বন্দরে নামলেই বুঝা যাবে এটা ‘মুজিবের দেশ

যেকোন দেশের একজন যাত্রী বিমান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেই বুঝতে পারবেন- এটি ‘ল্যান্ড অব মুজিব’ বা মুজিবের দেশ। বিমানবন্দরের ভেতরে-বাইরে ওয়ালপেপার, বর্ণিল আলোকসজ্জা, প্রোজেক্টরে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিলবোর্ডসহ যাবতীয় সাজ-সজ্জা চোখ ধাঁধিয়ে দেবে আগত যাত্রীদের। আসন্ন মুজিববর্ষ উপলক্ষে এমনই বর্ণিল সাজে সাজানো হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে। বছরব্যাপী এ আয়োজনের উদ্বোধনে আমন্ত্রন জানানো হয়েছে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গকে।
বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, মুজিববর্ষের আয়োজনকে ঘিরে শাহজালাল বিমান বন্দরে সর্বকালের সেরা সাজসজ্জার পরিকল্পনা নেয়া হয়েছে। বিমানবন্দরের বাইরের অংশ থেকে শুরু করে প্রতিটি বোর্ডিং ব্রিজে লাগানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং তার জীবনচিত্র। প্রোজেক্টর বা ডিজিটাল স্ক্রিন স্থাপন করে সেগুলোতে সর্বক্ষনই প্রদর্শিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র।
শাহজালাল বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বলেন, ‘মুজিববর্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ যাবতকালের সবচেয়ে সেরা সাজসজ্জা করা হবে। যেন যে কেউ বিমানবন্দরে প্রবেশ করলেই বোঝেন, এটা ল্যান্ড অব মুজিব।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই ঢাকায় প্রবেশ করবেন তাই দেশের প্রধান প্রবেশপথ এমন সাজে সাজানো হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password