ব্রেক্সিটের পরে কি পোলেক্সিট!

ব্রেক্সিটের পরে কি পোলেক্সিট!
MostPlay

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়াকে বেক্সিট বলা হয়। অর্থাৎ British Exi t= Brexit । দীর্ঘ দিনের জল্পনা-কল্পনার অবসান হয়ে ৩১ জানুয়ারি, ২০২০ বেক্সিট কার্যকর হয়েছে। এতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য সংখ্যা কমে ২৭ টি দেশে নেমে এসেছে। ইইউতে থাকতে হলে এর নির্দিষ্ট আইন কানুন মেনে নিতে হয়।

সেটা মানতে নারাজ বলে এবং কিছু অভ্যন্তরীণ সুযোগ-সুবিধার কথা বিবেচনা করেন গত বছর যুক্তরাজ্য বের হয়ে যায় এ গ্রুপ থেকে। এবার পোল্যান্ডেরও এক্সিট বা পোলেক্সিট হওয়া নিয়ে সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইইউ এর মৌলিক নীতির সাথে পোলেন্ডের মতবিরোধ সম্প্রতি চরমে উঠেছে। পোলেন্ডের সাংবিধানিক আদালত সম্প্রতি জানিয়েছে ইইউ’র মৌলিক নীতি পোল্যান্ড নীতির সাথে সাংঘর্ষিক। এখানেই স্পষ্ট হয় যে, পোলেন্ড ইইউ’র মূল আইনের শ্রেষ্ঠত্বকে মানতে নারাজ।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরিভেয়স্কি যেভাবে ইইউ’র মূল নীতিকে চ্যালেঞ্জ করছেন, তাকে নজীরবিহীন বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন মহল। তাছাড়া সম্প্রতি পোল্যান্ডের জনগণ ইইউ থেকে আলাদা হওয়ার জন্যে বিক্ষাভে নেমে পড়েছে রাজপথে। তাই অনেকেরই মনে প্রশ্ন উঠেছে ব্রেক্সিটের পর কি এবার পোলেক্সিট (Poland Exit) হতে চলেছে!

মন্তব্যসমূহ (০)


Lost Password