ঝড়ের কবলে পড়ে রাজধানীতে শিশুসহ বেশ কয়েকজন আহত

ঝড়ের কবলে পড়ে রাজধানীতে শিশুসহ বেশ কয়েকজন আহত

কয়েকদিনের প্রচণ্ড গরমের পরে সন্ধ্যায় রাজধানীর উপর দিয়ে বয়ে গেছে ৬৬ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অনেক স্থানেই কালবৈশাখী ঝড় হয়েছে। হঠাৎ ঝড়ের কবলে পড়ে রাজধানীতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৪ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে শিশুসহ কয়েকজন আহত হয়। এদের মধ্যে এক শিশুর মাথা ফেটে গেছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ঝড়ের সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি সাইনবোর্ড খুলে পড়ে যায়, তবে এতে কেউ আহত হয়নি।

পুরান ঢাকার বংশাল আব্দুল হাদি লেন এলাকায় ৪ বছরের শিশু রাইদা ইসলাম তুবার মাথা ফেটে গেছে সিমেন্টের একটি আস্তরণ পড়ে। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেছেন শিশুটির মা দিলরুবা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন রিকশাচালক ফরিদ। তিনিও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password