নারায়ণগঞ্জে ভোট চলছে "বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের"

নারায়ণগঞ্জে ভোট চলছে "বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের"

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের চলছে ভোট গ্রহন। বুধবার সকাল ৯ টায় শুরু হওয়া ভোট চলমাণ। বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চল‌বে এ ভোট গ্রহন। সবাই তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন দিতে সকাল থেকেই বিসিক এলাকায় সম্মিলিত হয়েছে।  স‌ম্মি‌লিত নিট ঐক্য প‌রিষ‌দের নেতৃত্ব দিচ্ছেন লতিফ নিটিং মিলস্ এর মো. মাহবুবুর রহমান স্বপন, তি‌নি জানান, সুষ্ঠ ও সুন্দর প‌রি‌বে‌শে নির্বাচণ চল‌ছে। আমরা আশাবা‌দি আমা‌দের পু‌রো প্যা‌নেল নি‌য়ে বিপুল ভো‌টে জয়ী হ‌ব।

স‌ম্মি‌লিত নিট ঐক্য প‌রিষ‌দের বা‌কি সদস্যরা হ‌লেন, বিআরএস নিটের আবুল বাশার, সাকুরা বস্ত্র বিতানের মো. নিজাম মুন্সি, শিমু নিটওয়্যারের মো. কবির হোসেন ভূইয়া, ফাইনটেক্স নিটওয়্যারের মো. জাহাঙ্গীর আলম,ওয়াছিউন নিটওয়্যারের রকিবুল হাসান রাকিব, আল-মদিনা নিটিং মিলস্ এর মো. নুরুল ইসলাম, আতিক নিটিং এর মো. আলী রেজা,ইউনাইটেড নিট ফেব্রিক্স এর মো. রায়হান আলী, জয় টেক্সটাইলের মো. মুকুল হোসেন, হলি টেক্সটাইলের নির্মল চন্দ্র রায়, মারিয়া নিটিং এর মো. মজিবুর রহমান, জেবন নিটিং মো. বাস্তব হোসেন, বিসমিল্লাহ নিটিং এর মো. সাহারীয়া জুয়েল, এ্যাকটিভি নিটওয়্যারের মো. নুরজ্জামান খাঁন, এএসকে স্টাইলস্ এর মো. আকরাম হোসেন, জেকে নিট ফেব্রিক্স মো. জাহিদুল আলম, সোয়েব নিটিং এর মো. শহীদুল ইসলাম, মায়ের দোয়া নিটিং এর মো. আব্দুল আউয়াল টুটুল, শেখ ব্রাদার্স নিটওয়ারের মো. বশির আহম্মেদ আক্তার ও এএফকে নিটওয়্যারের মো. ফারুক আহমদ।

এই নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৩ জন অংশ নিয়েছেন। সম্মিলিত নিট ঐক্য পরিষদের অংশ নিয়েছে ২১ জন ও নিট মালিক ঐক্য ফোরাম থেকে অংশ নিয়েছে ২১ জন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন ১ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password