রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প থেকে ‘সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ’ সরানোর দাবিতে মানববন্ধন করেছেন ফ্ল্যাট মালিকরা। কর্মসূচিতে বক্তারা বলেন, প্রকল্পের অনেক কাজ এখনো বাকি। এখানে বাণিজ্যিক ভিত্তিতে গড়ে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে এখানে প্রকল্পের নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। শুক্রবার (১২ নভেম্বর) রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে রাজধানীসহ সারাদেশে অনেক মডেল স্কুল ও কলেজকে সরকারিকরণসহ, নতুন স্কুল কলেজ নির্মাণ করে সব শ্রেণি-পেশার মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করছে। অথচ রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ভেতরে কোনো সরকারি স্কুল কলেজ না থাকায় সেখানে বসবাসকারীরা সহজলভ্য ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
তারা অভিযোগ করেন, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের মাঝখানে ২টি জায়গায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্থান বরাদ্দ করা হলে ও তা যথাযথ হয়নি। এ প্রকল্পে রয়েছে ৬৬৩৬ টি ফ্ল্যাট। অথচ এখানে সরকারিভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। উল্টো বাণিজ্যিক উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু এই শিক্ষাপ্রতিষ্ঠানে কেবল ফ্ল্যাট মালিকের সন্তানরা পড়বে, না কি বাইরের শিক্ষার্থী আসবে, সে বিষয়ে পরিষ্কার কিছু নেই। তদুপরি প্রকল্পের মাঝখানে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এখানে অভিভাবক ও অতিরিক্ত যানবাহনের কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
ফ্ল্যাটমালিকরা বলেন, সার্বিক বিবেচনায় শিগগিরই সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকে প্রকল্পের বাইরে সুবিধাজনক জায়গায় স্থানান্তর করতে হবে। একইসঙ্গে প্রকল্পের মাঝখানে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য বরাদ্দ জায়গার পরিবর্তন করে প্রকল্পের বাইরে সুবিধাজনক স্থানে সরকারি স্কুল ও কলেজ নির্মাণেরও দাবি জানান তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন