সাপাহারে উপজেলা প্রশাসনের অভিযান

সাপাহারে উপজেলা প্রশাসনের অভিযান

নওগাঁর সাপাহারে করোনা দ্বিতীয় ধাপে সংক্রমণ বিস্তার রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণ করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাপাহার থানা পুলিশ ও নিরাপদ খাদ্য পরিদর্শক শওকত আলীর সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন নয়ন।

এসময় নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে মোবাইল কোর্টে ৪ টি মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড দেয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এছাড়া পথচারী ব্যাবসায়ী সহ স্থানীয়দের মাঝে মাস্ক পরিধানে উদ্বুদ্ধর করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এবং করোনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর অহবান জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password