বগুড়া ও পাবনায় র‍্যাব-১২ এর অভিযানে হেরোইনসহ গ্রেফতার শীর্ষ তিন মাদক কারবারী

বগুড়া ও পাবনায় র‍্যাব-১২ এর  অভিযানে হেরোইনসহ গ্রেফতার শীর্ষ তিন মাদক কারবারী

মহামারীর এ সময়টাতেও থেমে নেই মাদকের কারবার। করোনাভীতি যেনো একটুও ছুঁতে পারেনি মাদক ব্যবসায়ীদের। নিত্যনতুন কৌশলে চলছে মাদক বহন ও ক্রয়-বিক্রয়। বৃহস্পতিবার (১৫ জুলাই, ২০২১) দুপুরে মাদক অভিযানে নেমে তেমনই এক মাদকের চালান আটক করে র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার (১৫ জুলাই, ২০২১) দুপুর ০২.০০ ঘটিকার দিকে একটি গোয়েন্দা তথ্য আসে, মাদকের একটি বড় চালান বহন হচ্ছে বগুড়ার শাহজাহানপুর এলাকা দিয়ে।

সে অনুযায়ী দুপুর ০২.২০ ঘটিকার দিকে বগুড়ার শাহজাহানপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম। শুরু হয় একটার পর একটা মিনিট্রাক তল্লাশি। কিন্তু কাঙ্খিত সেই মাদকবাহী ট্রাকের দেখা মিলছিল না। এক পর্যায়ে দুপুর ০২.৩০ ঘটিকার দিকে র‌্যাবের তল্লাশির ফাঁদে ধরা পরে একটি মিনিট্রাক। শেষে মিনিট্রাক থেকে উদ্ধার করা হয় ৩৪০ বোতল ফেনসিডিল।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৫ জুলাই,২০২১) সকাল ১০.৪৫ ঘটিকার দিকে পাবনার সাথিয়া এলাকায়  গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে গ্রেফতার করা হয় ০১ মাদক কারবারীকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ০৯ গ্রাম হেরোইন।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password