আজ পবিত্র শবেমিরাজ

আজ পবিত্র শবেমিরাজ
MostPlay

সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে পালিত হবে পবিত্র শবেমিরাজ। মহিমান্বিত এই রজনীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর একান্ত নৈকট্য লাভ করেছিলেন।

ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। মসজিদে মসজিদে চলবে মিলাদ, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত। হিজরি জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয় ১৩ ফেব্রুয়ারি। আর রজব মাস গণনা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে আজ ২৬ রজব রাতে পালিত হচ্ছে পবিত্র শবেমিরাজ।

এ উপলক্ষে নানা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে 'মিরাজুন্নবী (সা.)'-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password