আরও খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি: ডব্লিউএইচও

আরও খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি: ডব্লিউএইচও

বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, পৃথিবীজুড়ে নভেল করোনাভাইরাসের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

জেনেভায় ডব্লিউএইচও’র প্রধান কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার গেব্রিয়াসুস বলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো আক্রান্তের ঝুঁকিতে থাকায় আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই।সংস্থার পরিসংখ্যানের কথা উল্লেখ করে তিনি জানান, গত রবিবার একদিনে সবচেয়ে বেশি মানুষ (১ লাখ ৩৬ হাজার) আক্রান্ত হয়েছেন।

তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ছয় মাসের বেশি সময় ধরে মহামারি চলছে। এখন কোনও দেশের হাত-পা গুটিয়ে থাকার সময় নয়। তিনি আরও বলেছেন, বিশ্বের মহামারি পরিস্থিতি অবনতি হচ্ছে এবং মধ্য আমেরিকায় তা এখনও চূড়ায় পৌঁছায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইমার্জেন্সি বিশেষজ্ঞ ড. মাইক রায়ান বলেছেন, মধ্য আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। আমি মনে করি এই সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার। এখন দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমণ চূড়ায় পৌঁছানো ঠেকাতে মূল মনোযোগ দিতে হবে।

ডব্লিউএইচও’র এপিডেমিওলোজিস্ট মারিয়া ভ্যান কারখোভ ব্রিফিংয়ে বলেন, দক্ষিণ আমেরিকায় করোনা মোকাবিলায় বিস্তৃত পদক্ষেপ প্রয়োজন। মহামারি শেষ হতে এখনও অনেক দেরি আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password