বগুড়ায় গ্যারেজের রংমিস্ত্রি শখের বসে ট্রাক চালাতে গেলেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকিয়ে দেওয়ায় রঞ্জন কর্মকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুরে সদরের বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রঞ্জন কর্মকার বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা কামারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় একটি গ্যারেজে ট্রাক মেরামত করা হচ্ছিল। রোববার দুপুর ১টার দিকে গ্যারেজে কেউ না থাকায় রংমিস্ত্রি লিটন ট্রাক চালানোর উদ্যোগ নেন। শখের বসে তিনি ট্রাকটি গ্যারেজ থেকে বের করেন।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি কর্মকারের দোকানঘর চাপা দিয়ে পাশের ইউক্যালিপটাস বাগানে ঢুকে যায় ট্রাকটি। এতে দোকানে থাকা রঞ্জন কর্মকার ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই রংমিস্ত্রি লিটন ট্রাক ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খায়রুল ইসলাম জানান, ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন