বিশ্বের সর্ব কনিষ্ঠ পাইলট জারা

বিশ্বের সর্ব কনিষ্ঠ পাইলট জারা

আকাশের পাখির মত পুরা শখ নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে নিজের শখ কে কতজন ই বাস্তবে রূপ দিতে পারেন। এবার শখ পূরণ করতে গিয়ে গড়বেন বিশ্বরেকর্ডও। বিশ্বের সর্বকনিষ্ঠ নারী হিসেবে ইংল্যান্ডের বেলজিয়ান জারা রাদারফোর্ড। চলতি মাসের ১১ ই আগস্ট বিমান উড্ডয়নের মধ্য দিয়ে গড়বেন বিশ্বরেকর্ডটি। আমি মূলত নারীদের অনুপ্রেরণা যোগাতে চাই। বরাবরই নারী পাইলট এর সংখ্যা ছেলেদের থেকে কম কর্মক্ষেত্রেও রয়েছে বৈষম্য মাত্র ৫ শতাংশ নারী পাইলট হয়েছে। আমি চাই অন্যান্য নারীরা আমাকে চ্যালেঞ্জ করুক, আমার রেকর্ডটি ভাঙুক। তিনি মনে করেন, কর্মক্ষেত্রে নারীদের অবস্থান পুরুষদের মতো নয়। নারীদের সাহস যোগাতে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। একের পর এক বিমান উড্ডয়নের মধ্য দিয়ে মাত্র ১৯ বছর বয়সে পাইলটের তালিকায় নিজের নাম দেখতে চান তিনি। একই সাথে বিজ্ঞান-প্রযুক্তি প্রকৌশলীসহ প্রতিটি ক্ষেত্রে তার সাফল্য নারীদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি।

এর আগে এককভাবে বিমান উড্ডয়নের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের নারী পাইলট শায়েস্তা ওয়াইজের ঝুলিতে। ৩০ বছর বয়সে তিনি রেকর্ডটি করেছিলেন। এবার তার রেকর্ড ভেঙে নারীদের অনুপ্রেরণায় কাজ করতে চান বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password