করোনার কারণে বাতিল হয়ে গেল ওয়েষ্ট ইন্ডিজ ও পাকিস্তানের প্রথম টি-টুয়েন্টি

করোনার কারণে বাতিল হয়ে গেল ওয়েষ্ট ইন্ডিজ ও পাকিস্তানের প্রথম টি-টুয়েন্টি

করোনার কারণে টসের পর ওয়েষ্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্থগিত করে দেয়া হয়। পরে দুই দলের সবার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসায় পরবর্তীতে সেই ম্যাচ অনুষ্ঠীত হয়েছে। শুধু দ্বিতীয় ওয়ানডে নয় করোনার কারণে পরের দুই ওয়ানডে ম্যাচের সময়ের পরিবর্তন করা হয়েছে।

যার ফলে নির্ধারীত সময়ে পাকিস্তনা ও ওয়েষ্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিক শুরু হচ্ছেনা। কারণ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলবে ক্যারিবীয়রা। যার কারণে ওয়েষ্ট ইন্ডইজ ও পাকিস্তানের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি বাতিল করা হয়েছে।

প্রথম টি-টুয়েন্টি বাতিল করা হলেও সিরিজের বাকি চার ম্যাচ যথা সময়েই অনুষ্ঠীত হবে বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট। এর ফলে দুই দলের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি খন রুপ নিয়েছে চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে। আগামী ২৮ জুলাই ব্রিজটাউনে দুই দলের প্রথম টি-টুয়েন্টি ম্যাচতি অনুষ্ঠীত হবে। সিরেইজের বাকি ম্যাচগুলো ৩১ জুলাই, ১ আগষ্ট ও ৩ আগষ্ট অনুষ্ঠীত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password