আফগানিস্তানে বিমান হামলা অব্যাহত রাখবে মার্কিন বিমান বাহিনী

আফগানিস্তানে বিমান হামলা অব্যাহত রাখবে মার্কিন বিমান বাহিনী

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। এই সেনা প্রত্যাহার শুরুর পর থেকে হামলা বাড়িয়েছে IEA. সেই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যে বিমান হামলা শুরু করেছে, তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আঞ্চলিক কমান্ডার ও মার্কিন মেরিন জেনারেল 'কেনেথ ম্যাকেঞ্জি'। আফগানিস্তানের রাজধানী কাবুলে সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন ম্যাকেঞ্জি। তিনি বলেন, ‘আফগানিস্তানের সরকারি বাহিনীকে সহযোগিতা করার জন্য বিমান হামলা বাড়ানো হয়েছে কয়েক দিন ধরে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, এই হামলা অব্যাহত রাখার।’

তিনি বলেছেন, IEA যদি তাদের হামলা অব্যাহত রাখে, তবেই যুক্তরাষ্ট্র হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে রয়েছেন ম্যাকেঞ্জি। আগামী ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সেনা অভিযান শেষ হবে। এরপরও আফগানিস্তানে বিমান হামলা অব্যাহত থাকবে কি না, এই প্রশ্নের কোনো উত্তর দেননি ম্যাকেঞ্জি। তিনি বলেন, সম্প্রতি একটি বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান সরকার। IEA এর জয় অবশ্যম্ভাবী নয়, এর রাজনৈতিক সমাধানের সুযোগ রয়েছে।

অন্যদিকে,আফগানিস্তানে মিলিটারি এসিসটেন্সের বিষয়টি ভারত নিজেও পর্যালোচনা করছে।যদিও এ ব্যপারে স্পেসিফিক কোন সোর্স নেই। তবে বিভিন্ন সোর্স অনুসারে,ভারত একটিভলি ইনভলভ না হলেও মিলিটারি এসিস্টেন্সের আওতায় আফগান সরকার এবং সামরিক বাহিনীকে সহায়তা প্রদান করতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password