তানোরের পাঁচন্দরে রাস্তা নিয়ে এলাকাবাসীর ভোগান্তি

তানোরের পাঁচন্দরে রাস্তা নিয়ে এলাকাবাসীর ভোগান্তি

 রাজশাহীর তানোর উপজেলার ০৩ নং ইউনিয়ন পরিষদের নাম, ০৩ নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ। বর্তমানে পুরো তানোর উপজেলায় লেগেছে আধুনিকতা ও উন্নয়ন এর ছোঁয়া।

 আর এতো উন্নয়ন ও আধুনিকতার পেছনে দিন রাত কাজ করে যাচ্ছেন,( তানোর,গোদাগাড়ী) এক আসনের এমপি জনাব, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি তানোর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন। 

তার উন্নয়ন মূলক কাজে সন্তুষ্ট এলাকাবাসী।অপর দিকে  ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুর মতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নানান উন্নয়ন এর চিত্র মানুষের মাঝে তুলে ধরে নিজেক নিজ এলাকার উন্নয়ন এর রুপকার হিসেবে দেখানো চেষ্টা করছেন।

 কিন্তুু তার নির্বাচনি এলকা  গুড়ইল কৃষ্ণপুর ০৭ নং ওয়ার্ড যেখানে প্রায় দুই হাজার ভোটার রয়েছে, সেখানে রাস্তা নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকার বাসিন্দারা। 

গুড়ইল, কৃষ্ণপুর এ যেন দুই শরীর এক প্রাণ ।তাঁতিহাটি হতে কৃষ্ণপুর বাজারের রাস্তা হবার পর থেকেই এই এলাকার মানুষের কষ্ট অনেকটাই কমে যায়।

কিন্ত গুড়ইল চকিপাড়াতে  রয়ে যায় সেই অন্ধকারই।প্রায় ৪ (চার হাজার) মানুষের বসবাস এই গ্রামে ভোটার সংখ্যা ২০০০ ( দুই হাজার )এর মত।

কেউ যদি অসুস্থ হয় গরুর গাড়ি বা খাটি পাটি করে হাসপাতাল এ নিতে হয় এ ছাড়া উপায় থাকে না।এমনও কিছু দৃশ্য দেখাছি যা চোখে পানি আসার মত। এ ছাড়াও অসংখ্য শিক্ষার্থী কৃষ্ণপুর ও তানোর এ যাতায়াত করেন এই কাদা মাটির রাস্তা দিয়ে । অনেক ব্যবসায়ীকে  ব্যবসার কাজে  তানোর এ যেতে হয় এই রাস্তাটি ধরে।আবার কৃষকেরা তাদের এলাকার রাস্তায় এমন বেহাল দশার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন,কম দামে তাদেরকে ফসল বিক্রি করতে হচ্ছে,অন্য দিকে চাষাবাদ এ বেশি খরচ হচ্ছে। 

এমন অবস্থায় এলাকার বাসিন্দারা আস্তা হারিয়েছে স্থানীয় চেয়ারম্যান এর উপর।এখন ঐ এলাকার বাসিন্দারা মাননীয় এমপি মহোদয় জনাব,  আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, এবং তানোর উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব, মো: লুৎফর হায়দার রশীদ ময়নার , কাছে তাদের চাওয়া তারা যেন তাদের এই রাস্তাটির দিকে একটুখানি নজর দেন।এবং এলাকার বাসিন্দারা দের দিকে বিবেচনা করে রাস্তাটি অতি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password