করোনার কারণে স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টুয়েন্টি

করোনার কারণে স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টুয়েন্টি

কয়েকদিন আগেই করোনার কারণে টস করার পর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যাকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার স্থগিত হয়ে গেল ভারত ও শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ। তবে তাদের খেলা টস করার অনেকক্ষন আগেই স্থগিত করে দেয়া হয়েছে।

শ্রীলঙ্কা ও ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার কারণে স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলাটি।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মমাফিক ম্যাচের দিন খেলোয়াড়দের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয়। তাতে ক্রুনালের কোভিড পজিটিভ আসে এবং তার সংস্পর্শে গেছেন এমন আট জনকে শনাক্ত করা হয়। তাদের প্রত্যেককেই হোটেল রুমে আইসোলেশনে পাঠানো হয়েছে। এমতাবস্থায় বাধ্য হয়েই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সঙ্গে সঙ্গে আরেকবার এন্টিজেন টেস্ট করা হয়। তাদের নেগেটিভ ফলের ভিত্তিতে স্থগিত হওয়া ম্যাচটি হবে বুধবার (২৮ জুলাই)

টি-টুয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজের সময় শ্রীলঙ্কা দলে করোনা ঢুকে পড়েছিল। ইংল্যান্ড ফেরত শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও সাপোর্ট স্টাফের আরেক সদস্য কোভিড পজিটিভ হলে পাঁচ দিন পিছিয়ে দেওয়া হয় ওয়ানডে সিরিজ।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে সফরকারি ভারতীয় ক্রিকেট দল। আগামী বুধ ও বৃহস্পতিবার সিরিজের বাকি দুই টি-টুয়েন্টিতে মাঠে নামবে দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password