করোনার টিকা না নিলে মৃত্যুর ঝুঁকি ১১ গুণ বেশি- সিডিসি

করোনার টিকা না নিলে মৃত্যুর ঝুঁকি ১১ গুণ বেশি- সিডিসি
MostPlay

সম্প্রতি যুক্তরাজ্যের সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)-এর এক গবেষণায় দেখা যায় কভিড-১৯ এর টিকাদানকারী ব্যক্তিদের চেয়ে টিকা না দেওয়া লোকদের মৃত্যুর ঝুঁকি ১১ গুণ বেশি। সিডিসির পরিচালক ডা. রোশেল ভলনস্কি ব্রিফিং এ বলেন, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টের আক্রমণ চলছে।

এতে দেখা যায় যারা কভিড-১৯ এর ভ্যাকসিন নেননি, তাদের কভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি চারগুণ বেশি, হাসপাতালে ভর্তির ঝুঁকি ১০ গুণ বেশি এবং মৃত্যুর ঝুঁকি ১১ গুণ বেশি। করোনা নিয়ে গত তিন সপ্তাহের তিনটি সমীক্ষা থেকে তারা এমন তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ১৩ টি অঞ্চলের উপর পরিচালিত সিডিসি‘র এ গবেষণায় আরো জানা যায় যারা করোনার টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন, তাদের মধ্যে শতকরা ১০ জন আবারো করোনায় আক্রান্ত হতে পারেন। তাই করোনার বুস্টার ডোজ (৩য় ডোজ)-এর উপর তারা জোর দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password