ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে উপহার হিসেবে ১ হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে উপহার হিসেবে ১ হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

জাকার্তার বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো এক হাজার কেজি আম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে হস্তান্তর করে।প্রেসিডেন্ট সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসার এ উপহার গ্রহণ করেছেন।

উল্লেখ্যে, ইন্দোনেশিয়ান মিজ মারসুদি হচ্ছেন প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী যিনি বার্মার সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেছিলেন। অন্যদিকে আবার এই ইন্দোনেশিয়া প্রধান উদ্যোগী হয়ে মিয়ানমারকে আসিয়ানের মেম্বার (সদস্য) করেছিল ২০০৫ সালে।

তখন থাইল্যান্ড আপত্তি জানিয়েছিল এবং রোহিঙ্গা বিষয়ের উপর তারা জোর দিয়েছিল। কিন্তু সে সময় ইন্দোনেশিয়া মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ব্রুনাইয়ের রাষ্ট্র ও সরকার প্রধানদের আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ । এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও উপহার হিসেবে আম পাঠানো প্রক্রিয়াধীন আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password