মহেশখালীতে নিম্নাঞ্চল প্লাবিত

মহেশখালীতে নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় “ইয়াস” এর প্রভাবে সাগরে পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইলস্থ জালিয়াপাড়া গ্রামসহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। ২৬ই মে সকাল ১০টার দিকে অসভাবিক জোয়ারের পানিতে মহেশখালীর উপকূলীয় নিচু এলাকার অসংখ্য কাঁচা বাড়িঘর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

সাইরার ডেইল গ্রামের বাসিন্দা ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়জুল করিম ফয়জু বিডিটাইপকে জানান, সাগরে পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকার অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়েছে। নিচু এলাকার লোকজন খুবই গরীব। এখন কষ্টে আছে।

সরকারিভাবে তাদের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানান তিনি। মঙ্গলবার বিকালে জালিয়াপাড়াসহ নিচু এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছিল মহেশখালী উপজেলা প্রশাসন।

বুধবার সকালে জোয়ারের পানিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে দ্রুত ওই এলাকায় ছুটে যান উপজেলার নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান।

তিনি বলেন ঘূর্ণিঝড় “ইয়াস” এর প্রভাবে মহেশখালীর নিচু এলাকার ক্ষতিগ্রস্থ লোকজনকে সরকারী সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্থ লোকজনকে সরকারী সহায়তা প্রদান করা হবে বলে জানান ইউএনও।

মন্তব্যসমূহ (০)


Lost Password