রায়পুরার ঐতিহাসিক আটকান্দি মসজিদ

রায়পুরার ঐতিহাসিক আটকান্দি মসজিদ

নরসিংদীর রায়পুরা উপজেলার আটকান্দি গ্রামে মোহাম্মদ আলী উদ্দিন প্রায় ১৫০ বছর আগে ঐতিহাসিক আটকান্দি মসজিদ নির্মাণ করেন। কোন শিলালিপি না থাকায় মসজিদের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে অনুমান করা হয় আটকান্দি মসজিদটি ১৮৯০ সালের দিকে নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের মাঝে আটকান্দি মসজিদটি নীলকুঠি মসজিদ নামে সুপরিচিত।

ছোট মেঘনা নদীর কূলে নির্মিত মসজিদটি অনেকটা তাজমহলের মতো। মসজিদে সর্বমোট ৩৪টি কারুকার্যময় খিলান রয়েছে। মোগল আমলের স্থাপত্যের আদলে তৈরি নীল কুঠি মসজিদের পুরু দেয়াল, পাথর বসানো মেহরাব ও মেঝে, ফুল পাতার নান্দনিক নকশা মসজিদের সৌন্দর্য বহুগুন বাড়িয়ে দিয়েছে। আটকান্দি মসজিদে মোট ৮টি গম্বুজ, যার ৩টি আছে মূল মসজিদে আর বাকি ৫টি ছোট গম্বুজ আছে মূল মসজিদের বাইরে। মসজিদের বারান্দায় প্রবেশের ৫টি দরজা থাকলেও মূল মসজিদ ভবনে প্রবেশের ২টি দরজা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password