আগামী পাঁচ দিনে সারাদশে বাড়তে পারে গরম

আগামী পাঁচ দিনে সারাদশে বাড়তে পারে গরম
MostPlay

আগামী পাঁচদিনে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার রাতে অধিদফতরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে,  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্য সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।ঢাকার পূর্বাভাসে বলা হয়, পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় শনিবার সূর্যাস্ত হবে ৬ টা ১১ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ৬টা ১ মিনিটে।

এতে আরো বলা হয়, আগামী দুইদিন আবহাওয়ার অবস্থা পরিবর্তন হতে পারে। আর আগামী পাঁচদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password