গ্রেফতার প্রথম প্রমিক্ষিত নারি জঙ্গি

গ্রেফতার প্রথম প্রমিক্ষিত নারি জঙ্গি

ব্যবহার করতো ১৭ টি টেলিগ্রাম চ্যানেল,যার সাবস্ক্রাইবার সংখ্যা ২৫ হাজারেরও বেশি। এর মাধ্যমেই প্রশিক্ষণ দেয়া হতো বোমা তৈরীর প্রক্রিয়া, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষার কৌশল। গত ২৬ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকা থেকে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের প্রথম প্রশিক্ষিত নারী সদস্য জোবায়দা সিদ্দিকা নাবিলা নামের নারীকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

জানা যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন জোবায়দা সিদ্দিকা নাবিলা। পরিবারের অমতেই জঙ্গিবাদের যুক্ত হয়েছে জোবায়দা। শত চেষ্টা করেও তাকে জঙ্গিবাদ থেকে সরাতে পারেনি তার পরিবার। যে কোন দেশে, যে কোন জায়গায় জিহাদ করার জন্য প্রস্তুত ছিলেন নাবিলা। ২০২০ সালে ফেক অ্যাকাউন্টের মাধ্যমেই আনসার আল ইসলামের অফিশিয়াল ফেইসবুক পেজ তিতুমীর মিডিয়া খোঁজ পান এবং এরপর থেকেই উগ্রবাদী মতাদর্শ নিজের ভিতর লালন করেন।

দুপুরে সংবাদ সম্মেলনে সিটিটিসি-র প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের আরও জানান, "জোবায়দা সিদ্দিকা নাবিলা আনসার আল ইসলামের গ্রেফতার হওয়া প্রথম নারী প্রশিক্ষক এবং তিনি সামরিক বাহিনীতেও ছিল। প্রশিক্ষণের জন্য 17 টি টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে শেয়ার করা হতো আনসার আল ইসলামের বিভিন্ন কন্টেন্ট, বই, বোমা তৈরীর কৌশল, আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা প্রক্রিয়া এবং তাদের নির্দেশনা গুলো।"

মন্তব্যসমূহ (০)


Lost Password