বেরি‍ বাধের বেহাল দশা, পানিতে ভাসছে শত পরি‍বার

বেরি‍ বাধের বেহাল দশা, পানিতে ভাসছে শত পরি‍বার

পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন, মরি‍চবুনিয়া ইউনিয়নের বেরি‍ বাঁধ ভেঙ্গে বন্যার পানি ঢুকে পরছে গ্রা‍মের মধ্যে।

ঘুর্ণিঝড় "ইয়াসের" কারণে প্রচুর পরি‍মানে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মরি‍চবুনিয়া ইউনিয়নের "প্যাদা বাড়ি" সংলগ্ন বেরি‍ বাঁধটি তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় প্রা‍য় শতাধিক পরি‍বার । ভেষে যায় অনেক মৎস খামারসহ কৃষি এলাকা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

এলাকবাসী জানান, দু'পাশের থেকে তুলনামুলকভাবে রা‍স্তাটি নিঁচু হওয়ায় প্রতি বছরই বন্যার সময় এমন দূর্ভোগ পোহাতে হয় তাদের।
 এলাকাবাসীর অভিযোগ, সরকারি‍ভাবে দু'একবার রা‍স্তাটি মারা‍মতের কাজ আসলেও, প্রয়োজন মতো উচুঁ না করে‌‍ পূর্বের অবস্থায় রে‌‍খে দিয়ে কোনো মতে দায় মূক্ত হন টিকাদাররা‍।

ভুক্তভুগীরা‍ অভিযোগ করে‌‍ন, দীর্ঘদিন ধরে‌‍  উক্ত ব্যাপারে‌‍ স্থানিয় সরকারে‌‍র কাছে অভিযোগ করলেও নেওয়া হচ্ছেনা উপযুক্ত কোনো ব্যবস্থা। এভাবে উপযুক্ত ব্যাবস্থাহীনভাবে  চলতে থাকলে, ভিটে-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password