প্রস্তুত হচ্ছে দেশের প্রথম সাবমেরিন ঘাটি

প্রস্তুত হচ্ছে দেশের প্রথম সাবমেরিন ঘাটি

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উপকলূবর্তী মগনামায় হচ্ছে বাংলাদেশের একমাত্র সাবমেরিন ঘাঁটি "বিএনএস শেখ হাসিনা"। দ্রুত গতিতে এখন চলছে সড়ক উন্নয়নের কাজ যা আগামী ২০২২ সালের ৩০ জুনের মধ্যে খুলে দেয়া হবে প্রায় ১ বিলিয়ন ডলারে বাজেটের এ প্রকল্পটি মুলত বাংলাদেশের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে।যার শুরুটা হয় ২০১৬ সালে চীন থেকে ২টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সংগ্রহের মাধ্যমে। এই অঞ্চলে চীনের এ ঘাটি পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে মাথাব্যথার কারন হয়েছে বেশ আগেই। 

বাংলাদেশী সাবমেরিনারদের তুরস্ক,দক্ষিণ কোরিয়ায় আরো প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করার পাশাপাশি ভবিষ্যতে চীনের সাথেও সাবমেরিন মহড়া হবার সম্ভাবনা রয়েছে। পেকুয়াস্থিত ''শেখ হাসিনা'' সাবমেরিন ঘাটি মুলত ভবিষ্যতে বাংলাদেশের সাবমেরিন ফ্লিটের কলেবর বৃদ্ধিকেই প্রকাশ করে। এমনকি মিয়ানমারের বাংলাদেশকে টার্গেট করে সাবমেরিন ক্রয় বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবেই বিবেচনা করা যায়। কেননা,একটি নতুন ধারার শুধু সূচনা হয়েছে মাত্র।

মন্তব্যসমূহ (০)


Lost Password