ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব চান সেই কমান্ডার

ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব চান সেই কমান্ডার

ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের কথা মনে আছে? ভারতীয় মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তানি বিমানবাহিনীর একটি জেট। এরপর আটক করা হয়েছিল তাকে। আলোচিত এ ঘটনায় অভিনন্দনকে ফেরতও পাঠানো হয়েছিল নিজ দেশে। তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সৌজন্যমূলক আচরণের প্রশংসা করে বলেছেন, ‘দুই দেশের মধ্যে কোনো ধরনের শত্রুতা অব্যাহত রাখার কারণ থাকতে পারে না।’

অভিনন্দনের একটি ফুটেজ পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ডটকমের হাতে এসেছে। সেখানে দেখা গেছে, অভিনন্দন বলেছেন, তার বিমানকে ভূপাতিত করার পর তিনি যখন প্যারাসুটে করে অবতরণ করছিলেন, তখন তিনি দুই দেশের ভূদৃশ্যের মধ্যে কোনো ধরনের পার্থক্য দেখেননি।

তিনি বলেন, ‘উপর থেকে যখন নামছিলাম, দুই দেশকেই আমার কাছে একই মনে হয়েছে। বুঝতে পারিনি, পাকিস্তানে নামছি নাকি আমার দেশে। সব মানুষ, সবকিছু দেখতে একই।’

তাকে আটকের দিন কী ঘটেছিল, এ নিয়ে অভিনন্দন বলেন, ‘মারাত্মকভাবে আহত হয়েছিলাম, নড়াচড়া করতে পারছিলাম না। যখন মনে হলো, এটা আমার দেশ নয়, তখন দৌড়ে পালানোর চেষ্টা করি।’

তিনি বলেন, ‘উঁচুমাত্রার আবেগী পাকিস্তানি নাগরিকরা পরাস্ত এক ভারতীয় পাইলটকে ধরতে উদ্যত হয়েছিল। কিন্তু দুজন পাকিস্তানি আর্মি আমার কাছে ছুটে এসে আমাকে ধরলেন।’ অভিনন্দন বললেন, ‘তারা রক্ষা করেছিলেন আমাকে।’

তিনি বলেন, ‘এরপর এক ক্যাপ্টেন এসে সাধারণ মানুষের হাত থেকে আমাকে রক্ষা করলেন। তিনি আমাকে তার ইউনিটে নিয়ে গেলেন। সেখানে চিকিৎসা দেওয়া হলো। এরপর হাসপাতালে নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসার ব্যবস্থা হলো।

পাকিস্তান আর্মির প্রশংসা করে এ ভারতীয় কর্মকর্তা বলেন, আমার কাছে মনে হয়েছে তারা অনেক ভালো, অনেক পেশাদার এবং অনেক সাহসী।

তিনি এ ফুটেজে আশা প্রকাশ করেন, ‘আমরা দুই প্রতিবেশী চাইলে সুখে-শান্তিতে বসবাস করতে পারি। আমি চাই, আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক।’

মন্তব্যসমূহ (০)


Lost Password