প্রথম ওয়ানডেতে স্টার্ক-হেইজেলউডের বোলিং তোপে উড়ে গেল ক্যারবীয়রা

প্রথম ওয়ানডেতে স্টার্ক-হেইজেলউডের বোলিং তোপে উড়ে গেল ক্যারবীয়রা

টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যাবধানে উড়িয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল ক্যারবীয়রা। সেই সাথে দলের সাথে যোগ দিয়েছেন নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড। অপরদিকে ৮৯ বছর এত বড় ব্যাবধানে সিরিজ হারা সাথে ইনজুরীর কারণে অধিনায়ক ফিঞ্চের অনুপস্থতী সবকিছুই মিলিয়ে মানসিকভাবে অনেকটা পিছিয়ে থেকেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাঠে নেমে সব হিসেব নিকেশ পাল্টে দিল অ্যালেক্স ক্যারির অস্ট্রেলিয়া। নতুন অধিনায়কের ইনিংস সেরা ব্যাটিংয়ের পর মিচেল স্টার্কের বোলিং তোপে লণ্ডভণ্ড ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন। বারবাডোজে মঙ্গলবার প্রথম ইনিংসের মাঝপথে নামা বৃষ্টিতে ম্যাচ নেমে আসে ৪৯ ওভারে। অস্ট্রেলিয়া তোলে ২৫২ রান। ডিএলএস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৫৭। তারা গুটিয়ে যায় স্রেফ ১২৩ রানেই। বৃষ্টি আইনে অজিরা জিতেছে ১৩৩ রানে।

উইকেটে বাউন্স একটু অসমান। খানিকটা মন্থর, টার্নও মিলল বেশ। স্পিনারদের কাঙ্ক্ষিত উইকেট। সেখানেই নতুন বলে দুর্দান্ত পেস বোলিংয়ের প্রদর্শনী মেলে ধরলেন মিচেল স্টার্ক ও জশ হেইজডেল। এই দুজনের সুইং বোলিংয়ে গুঁড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। নতুন বলে ৮ ওভারের ক্যারিবিয়ান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন স্টার্ক ও হেইজেলউড। ২৭ রানে হারায় তারা ৬ উইকেট। স্টার্কের তখন ২৩ রানে উইকেট ৩টি, হেইজেলউডের বোলিং বিশ্লেষণ ৪-১-৩-৩! লুইস (০), হেটমেয়ার (১১), জেসন (২), ডেরন ব্রাভো (২), পুরাণব (০), হোল্ডাররা (০) কিছু বুঝে উঠার আগেই ফিরে গেছেন সাজঘরে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজকে একশ রান পার করানোর দায়িত্বটা পোলার্ডই নেন নিজ কাঁধে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের ব্যর্থতার পর ছয় নম্বরে নামা পোলার্ড খেলেন ৫৭ বলে ৫৬ রানের ইনিংস। যেখানে ছিল ৫ চার ও ৩ ছয়ের মার। এছাড়া আলজারি জোসেফ ১৭ ও হেইডেন ওয়ালশ করেন ২০ রান। মাত্র ২৬.২ ওভারে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে কাইরন পোলার্ডের দল। ৪৮ রান দিয়ে ওয়ানডেতে অষ্টমবার ৫ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক আর হ্যাজেলউড ৬ ওভার বল করে ১১ খরচায় ৩ উইকেট শিকার করেন।

এর আগে বার্বাডোজের ব্রিজটাউনে বৃষ্টিতে কমে ৪৯ ওভারে দাঁড়ানো ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করে ২৫২ রান। ইনিংসের একমাত্র ফিফটি করেন অধিনায়ক অ্যালেক্স ক্যারে। অস্ট্রেলিয়ার ২৬তম ওয়ানডে অধিনায়ক তিনি। নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই খেলেছেন ৮৭ বলে ৬৭ রানের ইনিংস। টার্নারের সাথে মিলে ১১৪ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন ক্যারি। এক রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি টার্নার। ৪৫ বলে ৪৯ রান আউট হয়ে যান তিনি। এই জুটি ভাঙার পর ২৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর আগে জশ ফিলিপ্পে (৩৯), বেন ম্যাকডারমট (২৮) ও মিচেল মার্শের (২০) ব্যাট তাদের সন্তোষজনক শুরু এনে দেয়। হেইডেন ওয়ালশ ১০ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৫ উইকেট শিকার করেন। অথচ ওয়ানডের জন্য আগে ঘোষিত দলে ছিলেন না এই লেগ স্পিনার। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে পরে ঢুকে যান ওয়ানডে দলে। এছাড়া ক্যারবীয়দের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন ও আলজারি জোসেফ। আগামীকাল মধ্যরাতে আকই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password