মসজিদের চাঁদা বকেয়া থাকায় যুবকের লাশ দাফন করতে দেয়া হল না

মসজিদের চাঁদা বকেয়া থাকায় যুবকের লাশ দাফন করতে দেয়া হল না
MostPlay

বান্দরবানের লামায় মসজিদের পাঁচ মাসের মাসিক চাঁদা বকেয়া থাকার অযুহাতে এক যুবকের লাশ সামাজিক কবরস্থানে দাফন করতে দেয়নি স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো.আলী আক্কাস। এমন কি মৃত ব্যক্তির লাশ বহন করতে মসজিদের খাটিয়াও কেড়ে নেওয়া হয়েছে মৃতের স্বজনদের কাছ থেকে।

পরে বুধবার (৭ জুলাই) দুপুরে এলাকাবাসী মিলে ওই যুবকের লাশ দাফন করে লামা চকরিয়া মহাসড়কের পাশে। স্থানীয় সূত্রে জানা যায়, জন্ডিসে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিনগত রাতে মো. ইরফান (৩০) নামক এক যুবক মারা যায়। পরে তার লাশ দফনে সামাজিক কবরস্থানে কবর খুঁড়তে যায় স্বজনরা।

তবে মসজিদের দীর্ঘদিনের মাসিক চাঁদা বকেয়া থাকার অযুহাতে তাতে বাধা হয়ে দাঁড়ান স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আলী আক্কাস। এমন কি মসজিদের ইমামকেও নিষেধ করে দেয় মৃতের জানাযা নামাজ না পড়াতে। পরে স্থানীয়রা মিলে লামা চকরিয়া মহাসড়কের পাশে ওই যুবকের লাশটি দাফন করে।

এই বিষয়ে জানতে চাইলে ইয়াংছা বধুরঝিরি মসজিদ কমিটির সভাপতি আলী আক্কাস নিজেও অকপটে স্বীকার করেন। আলী আক্কাসের ভাষ্য, দীর্ঘদিন মসজিদের কোনো চাঁদা দেননি ইরফান ও তার শ্বশুর। গতরাতে ইরফানের মৃত্যুর পর লাশ দাফনে জন্য আসলে তার স্বজনদের আগে মসজিদের বকেয়া পরিশোধ করতে বলি। ওই মসজিদ ও সামাজিক কবরস্থান তার বাবার দেওয়া ভূমি বলেও দাবি করেন আলী আক্কাস।

এদিকে এলাকার যুব সমাজ ও মৃত ব্যক্তি ইরফান উদ্দিনের শ্বশুর কবির আহাম্মদ বিষয়টি ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডারকে জানালে বিষয়টি সমাধানে বিকাল ৫টায় বসার কথা ছিল। বিকাল ৫টায় ৭নং ওয়ার্ড এর মেম্বার কামাল উদ্দিনসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত হলেও মসজিদ সভাপতি আক্কাস আলী উপস্থিত হয়নি। তাকে একাধিকবার কল করার পরেও সে ক্যাম্পে আসেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password