চলন্ত ট্রেনে কন্যা সন্তানের জন্ম

চলন্ত ট্রেনে কন্যা সন্তানের জন্ম

দিনাজপুরে চলন্ত ট্রেনে এক প্রসূতি মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ট্রেনের নামে নবজাতক কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মিতালী। সন্তান জন্ম দেওয়া মুক্তি পারভীনকে (২৫) দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নতুন অতিথির আগমনের জন্য আন্তঃনগর দ্রুতযান ট্রেন নির্ধারিত সময়ের ১৩ মিনিট পর দিনাজপুর স্টেশন ছেড়ে গেছে। মুক্তি পারভীন ও তাঁর সন্তনকে বিনা ভাড়ায় হাসপাতালে অ্যাম্বুলেন্সে পৌঁছে দিয়েছে দিনাজপুর রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রবিবার সকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ স্টেশন থেকে দিনাজপুরে যাওয়ার সময় আন্তঃনগর মিতালী এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

হাসপাতালের পক্ষ থেকে মুক্তি পারভীন ও নবজাতক মিতালীকে একগুচ্ছ ফুল, ডালাভর্তি ফল, বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ ও নতুন জামাকাপড় উপহার দেওয়া হয়েছে। মুক্তি পারভীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভুমরাদহ হাজী পাড়া গ্রামের মনসুর আলীর স্ত্রী।

মুক্তি পারভীনের স্বামী মনসুর আলী জানা, এটা তাদের দ্বিতীয় সন্তান। অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান প্রসবের সাম্ভব্য দিন ছিল ৮ এপ্রিল। তাই তিনি স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথেই প্রসব ব্যথা শুরু হলে ট্রেনে থাকা নারী যাত্রীদের সহায়তায় মুক্তি পারভীন নিরাপদে সন্তান প্রসব করেন।

ততক্ষণে ট্রেন দিনাজপুর স্টেশনে পৌঁছায়। পরে মা ও নবজাতককে পৌঁছালেও ফুল না পড়ার কারণে মুক্তি পারভীন ও নবজাতককে ট্রেন থেকে নামানোর মত পরিস্থিতি ছিল না। পরে স্টেশন কতৃপক্ষ তাদেরকে অ্যাম্বুলেন্সে পৌঁছে দেয়।

স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান বলেন, আমরা সকল প্রকার সহযোগিতা দিয়ে মা ও নবজাতককে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে বিনা ভাড়ায় হাসপাতালে অ্যাম্বুলেন্সে পৌঁছে দিয়েছি। বিষয়টি বাংরাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক শাহী সুফি নুর মোহাম্মদকে জানানো হলে তিনি বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে চলাচলকারী মিতালী ট্রেনের নামে নবজাতক কন্যা সন্তানটির নামে মিতালী রাখতে বলেন। তার নির্দেশনায় নবজাতকের নাম মিতালী রাখা হয়েছে। নবজাতকের মা-বাবা এই নাম রাখায় খুশি হয়েছেন।

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পারভেজ সোহেল রানা বলেন, প্রসূতি মাতা পারভীন ও নবজাতক মিতালীকে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মা ও নবজাতক সুস্থ আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password