মায়ের থেকে বেশি বয়সী শিশুর জন্ম

মায়ের থেকে বেশি বয়সী শিশুর জন্ম
MostPlay

নতুন শিশুর আগমন মানেই, পরিবারে নতুন প্রানের সঞ্চার সাথে আনন্দ আর কোলাহল। কিন্তু সদ্য জন্ম নেওয়া শিশুটির বয়স যদি তার মায়ের থেকে বেশি হয়?  

হ্যা সত্যিই তাই। বয়স্ক মানুষের মতো কুঁচকানো মুখ, হাত ও পায়ের চামড়া নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। দেখা মাত্রই বোঝা যায়, অন্য দশটা সদ্যজাত শিশুর মতো নয় জন্ম নেয়নি এই শিশুটি। চিকিৎসকরা মতে, মায়ের চেয়ে বেশি বয়স নিয়ে জন্ম নিয়েছে এই শিশু।

শিশুটির মায়ের বয়স ২০ বছর। এই মায়েরই সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের বয়স আরও অনেক বেশি। দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপের লিবোদের এই ঘটনা এরই মধ্যে হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

চলতি বছরের জুন মাসে নিজের বাড়িতেই দাদুর সহযোগিতায় ভূমিষ্ঠ হয় এই শিশুটি। সদ্যজাত শিশুটির মা মানসিকভাবে অসুস্থ আছেন। জন্মের পরেই কেমন যেন বয়স্ক মানুষের মতো কুঁচকে ছিল শিশুটির মুখ। এমন বিরল ঘটনায় ভয় পেয়ে যান সবাই।

পরিস্থিতি যখন এমন, তড়িঘড়ি মা এবং সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা দীর্ঘ চিকিৎসার পরে শিশুটিকে সুস্থ করে তোলেন। চিকিৎসকরা জানিয়েছেন, 'অতি বিরল জিনগত রোগ প্রোজেরিয়া বা হাচিনসন-গিলফোর্ড সিন্ড্রোমে আক্রান্ত রয়েছে শিশুটি। যার ফলশ্রুতিতে শিশুটির বয়স দ্রুত হারে বেড়েই চলেছে।

ইতোমধ্যে, শিশুটিকে নিয়ে অত্র অঞ্চলে জল্পনার যেন শেষ নেই। কেন এমন দেখতে হল সে? তা নিয়ে রটানো হচ্ছে নানা কথা। দেখতে অদ্ভূত হওয়ায় অনেক ধরনের কটূক্তির মধ্যে পড়তে হচ্ছে মা-দাদুকে। শিশুটির রূপ নিয়ে হাসি-মস্করা করার অস্বস্তি বাড়ছে বলে জানা যায়।

বিভিন্ন গণমাধ্যমের সুত্রে, চলতি বছরের জুন মাসে শিশুটি জন্ম নিলেও, মাত্র সপ্তাহ খানেক আগে তার কথা প্রকাশ্যে আসে। শিশুটি জন্মের পর থেকে তার পরিবারের সদস্যরা বেশ হতাশ রয়েছে। সেক্ষেত্রে, সেখানকার স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে শিশুটি ও তার পরিবারের জন্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password