মওদুদ আহমদের যে ছবি এখন ভাইরাল

মওদুদ আহমদের যে ছবি এখন ভাইরাল

ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজবাড়ির পুকুরে সাঁতার কাটেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ২০১৯ সালের ৭ জুন (শুক্রবার) ঈদের তৃতীয় দিনের সেই ছবি তার মৃত্যুর পর এখন ভাইরাল।

সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত জানান, সেদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকপুর গ্রামের নিজ বাড়ির পুকুরে দীর্ঘক্ষণ সাঁতার কেটে ঈদ আনন্দ উদযাপন করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

এ সময় তিনি নেতাকর্মীদেরকে নিয়মিত সাঁতার কাটার ও ব্যায়াম করার পরামর্শও দেন। এছাড়া ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিষয়টি জরুরি বলেও মন্তব্য করেছিলেন মওদুদ আহমদ।

সবাইকে নিয়মিত সাঁতার কাটতে উদ্বুদ্ধ করতে উপস্থিত সবার প্রতি আহ্বানও জানিয়েছিলেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

১৯৪০ সালের ২৪ মে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে জন্মগ্রহণ করা বর্ষীয়ান এ রাজনীতিবিদ ১৬ মার্চ সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের সেই স্মৃতির কথা মনে করে এখন শোকের সাগরে ভাসছেন দলীয় নেতাকর্মীরা। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এলাকার ব্যাপক উন্নয়নে তার আবদান চির স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করে সর্বস্তরের জনগণ।

মন্তব্যসমূহ (০)


Lost Password