প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তামিম

প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তামিম

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মাত্র ২৪ ঘন্টা আগে অবসরের ঘোষণা দেওয়া তামিম তা ফিরিয়ে নিলেন। সব অভিমান ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের অন্যতম ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। এদিকে প্রধানমন্ত্রী তামিমকে ফেরানোর দায়িত্ব নেওয়ায় এবং তাকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর ফলে ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদের বাসছেন।

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। জাতীয় দলে ফেরার কথা জানালেও চলমান আফগানিস্তান সিরিজে থাকছেন না টাইগার কাপ্তান। তবে আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। তিনি অধিনায়ক হয়েই ফিরবেন এশিয়া কাপ দিয়ে।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার ওয়ানডে দলের এই অধিনায়ক। তবে একদিন বাদেই নিজের সেই অভিমান ফিরিয়ে নিয়েছেন দেশসেরা এই ওপেনার।১ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

অবসর ভেঙে ফেরার বিষয়ে তামিম আরও বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

মন্তব্যসমূহ (০)


Lost Password