দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন সুশান্ত-দীপিকা

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন সুশান্ত-দীপিকা

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’। ভারতের মুম্বাইয়ে বসেছিল এবারের আসর। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মহারাষ্ট্রের পর্যটন ও পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে। শোবিজ অঙ্গনের তারকাদের সরব উপস্থিতি এই আয়োজনে নতুন মাত্রা যোগ করেছিল।

সেরা অভিনেতা হিসেবে  (সমালোচক) পুরস্কার পেলেন সুশান্ত সিং রাজপুত। চিঁচোড়ে ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয় তাকে। 'ছপাকে' নজরকাড়া অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন দীপিকা পাড়ুকোন। 

জেনে নেওয়া যাক দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

সেরা অভিনেতা (নারী): দীপিকা পাড়ুকোন, ছপাক

সেরা অভিনেতা (পুরুষ): অক্ষয় কুমার, লক্ষ্মী

সেরা অভিনেত্রী (সমালোচক): কিয়ারা আদভানি, গিল্টি

সেরা অভিনেতা (সমালোচক): সুশান্ত সিং রাজপুত

সেরা চলচ্চিত্র: তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (ফিচার ফিল্ম): প্যারাসাইট

মোস্ট ভার্সেটাইল অভিনেতা: কে কে মেনন

সেরা পরিচালক: অনুরাগ বসু, লুডো

সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্র): বিক্রান্ত মাসি, ছপাক

সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্র): রাধিকা মদন

সেরা অভিনেতা (কমিক): কুনাল খেমু, লুটকেস

সেরা অভিনেতা (ওয়েব সিরিজ): ববি দেওল, আশ্রম

সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ): সুস্মিতা সেন, আরিয়া

সেরা ওয়েব সিরিজ: স্কিম: ১৯৯২

সেরা অ্যালবাম: তিতলিয়ান

সেরা টেলিভিশন সিরিজ: কুণ্ডলি ভাগ্য

সেরা চিত্রগ্রাহক: ডাব্বু রত্নানি

স্টাইল ডিভা অব দ্য ইয়ার: দিব্যা খোসলা কুমার

সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ): সুরভী চন্দনা

সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ): ধীরজ ধূপার

সেরা নৃত্যশিল্পী: নোরা ফাতেহি

মন্তব্যসমূহ (০)


Lost Password