নওগাঁর মান্দায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের হলরুমে এসডিএফের নওগাঁ জেলা ব্যবস্থাপক শরিফুল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি। স্টেকহোল্ডার কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সহকারী যুব উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নুরুল্যাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু সাঈদ জালাল, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এসডিএফের সুবিধাভোগীরা।
কর্মশালায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সকলের কাছে তাদের বিভিন্ন কার্যক্রম ও মিশন তুলে ধরেন। তাদের মিশন হলো সমন্বিত কর্মসূচির সহায়তায় দরিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন ও বিপদাপন্নতা হ্রাস এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা।
এর মধ্যে মান্দা উপজেলায় ৫ ও ৬টি ইউনিয়নের ৫০টি গ্রামে ৭ হাজার ৯শত ৪০জন উপকারভোগী রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন