শেষ ম্যাচে শ্রীলঙ্কার সান্তনার জয়

শেষ ম্যাচে শ্রীলঙ্কার সান্তনার জয়

তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে আজ শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার জন্যই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্ত শেষ ম্যাচে জেতা হয়নি বাংলাদেশের। এর ফলে ১৫ বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা হলনা বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৯৭ রানের বড় ব্যাবধানে হারিয়ে সান্তনার জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতে সিরিজের ফল পরিবর্তন করতে না পারলেও আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রথম জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

২৮৭ রানের টার্গেটে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় টাইগাররা। লিটন দাসের পরিবর্তে খেলতে নামা নাইম আউট হয়ে গেছেন মাত্র ১ রানেই। সিরিজের প্রথম দুই ম্যাচের মতো আজকেও ব্যার্থ সাকিব আল হাসান। দলীয় ৯ রানের মাথায় সাজঘরে ফিরেছেন ৪ রান করে। ৯ রানে দুই উইকেট হারানোর পর বিপদ সামাল দিতে চেয়েছিলেন অধিনায়ক তামিম ও মুশফিক। কিন্ত ২৮ রানের মাথায় তামিমকে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন আজকের ম্যাচে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার চামিরা। বাংলাদেশের প্রথম তিনটি উইকেট তিনি শিকার করেন। এরপর মোসাদ্দেককে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন প্রথম দুই ম্যাচের নায়ক মুশফিক। দলীয় ৮৪ রানে রমেশ মেন্ডিসকে ছক্কা হাকাতে গিয়ে মুশফিক (২৮)বাউন্ডারিতে ধরা পড়লে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ।

মুশফিক আউট হয়ে গেলে মাহমুদউল্লাহকে নিয়ে জুটি গড়েন অনেকদিন পর ভাল খেলতে থাকা মোসাদ্দেক। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পুরন করার পর বেশিক্ষন টিকতে পারেননি তিনি। ইনিংসের ৩২তম ওভারে দলীয় ১২৫ রানের মাথায় আউট হওয়ার আগে ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে ৭২ বলে ৫১ রান করেন মোসাদ্দেক। পঞ্চাশ পূরণের পর রিভার্স সুইপ খেলতে গিয়ে থার্ড ম্যানে ধরা পড়েন তিনি। কার্যত সেখানেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। ৭ নাম্বার পজিশন নিয়ে ধুকতে থাকা বাংলাদেশ আজও এই পজিশন থেকে রান পায়নি। আফিফ আউট হয়েছেন ১৬ রান করে। শেষ দিকে বোলারদের নিয়ে নিজের পঞ্চাশ পুরন করতে পেরেছেন মাহমুদউল্লাহ (৫৩)। ব্যাস এই পর্যন্তই। ৪৫ বল আগে জয় থেকে ৯৮ রান দূরে থাকতে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার পেসার চামিরা ৯ ওভার বল করে ১৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।

এর আগে  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল পেরেরার ১২০ রানের অসাধারণ ইনিংসে ভর করে ৬ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এছাড়া সমময়োপযোগী ব্যাট করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। চমৎকার ব্যাটিংয়ে অপরাজিত থাকেন ৫৫ রানে। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন  তাসকিন আহমেদ। তাসকিন ৯ ওভারে ৪৬ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সফল স্পিনার মিরাজ ও সাকিব আজ কোন উইকেট পাননি। দুর্দান্ত বোলিং করার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন চামিরা আর সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

মন্তব্যসমূহ (০)


Lost Password