করোনায় দিশেহারা ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো শ্রীলঙ্কা

করোনায় দিশেহারা ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো শ্রীলঙ্কা

এমনিতেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছাড়া দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামার আগে তাদের অলরাউন্ডার ক্রাণাল পান্ডিয়া আক্রান্ত হইলে করোনাতে। তার সংস্পর্শে আসা ৮ জনকে পাঠানো হলো আইসোলেশোনে। দ্বিতীয় ম্যাচের তারিখ পরিবর্তন করে একদিন পিছিয়ে দেয়া হলো। স্থগিত ম্যাচ পিছিয়ে দিয়ে ম্যাচ অনুষ্ঠীত করা গেলেও মহা বিপদে পড়ে যায় ভারত। মোট ৯ জন খেলোয়াড় আইসোলেশোনে থাকার কারণে ত্যাদের একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানের কোটা পূরণ করতেই যে ঘাম ঝরল ভারতের! মাত্র ৫ জন ব্যাটসম্যান নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টি–টোয়েন্টি অভিষেক হয়েছে চার ভারতীয় খেলোয়াড়ের। সেই সুযোগটা পরিপূর্ন কাজে লাগিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে সফরকারিদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিয়েছে। কলম্বোয় বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা খারাপ হয়নি। সাবধানী ব্যাটিংয়ে উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৪৫ রান তোলে তারা। পরের ওভারেই ঘটে বিপত্তি। অভিষিক্ত রিতুরাজ ২১ রান করে দাসুন শানাকার বাউন্সারে বল তুলে দেন। সহজ ক্যাচ নেন কিপার মিনোদ ভানুকা। এরপর দলীয় ৮১ রানের মাথায় থিতু হয়ে ফিরে যান অধিনায়ক শিখর ধাওয়ান। ৫ চারে ৪২ বলে ৪০ রান করে তিনি বোল্ড হন ধনাঞ্জয়া ডি সিলভার বলে। একটি করে ছক্কা-চারে ২৩ বলে ২৯ করা আরেক অভিষিক্ত দেবদূত পাডিক্কেলের স্টাম্প ভাঙেন ভানিন্দু হাসারাঙ্গা। এরপর ভার্তের সঞ্জু স্যামসন (১৩ বলে ৭), নিতিশ রানারা (১২ বলে ৯) দাঁড়াতে না পারলে নির্ধারীত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৩২ রানের বেশি সংগ্রহও পায়নি ভারত। শ্রীলঙ্কার আট বোলারের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন আকিলা ধনাঞ্জয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। এরপরও অবশ্য দলকে জয়ের পথে রাখেন ধনাঞ্জয়া ডি সিলভা ও মিনোদ ভানুকা। শেষ ১৬ বলে প্রয়োজন ছিল ২৮ রানের, হাতে ছিল ৪ উইকেট। ভারতের ভাঙাচোরা দলের কাছেই প্রায় হারতে বসেছিল স্বাগতিকরা। তবে এক প্রান্তে মাটি কামড়ে পড়ে ছিলেন ধনঞ্জয় ডি সিলভা। সতীর্থরা আসা যাওয়ার মিছিলে থাকলেও তিনি হাল ছাড়েনি। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছাড়েন ধনঞ্জয়া। ৩৪ বলে মাত্র একটি করে চার-ছক্কায় অপরাজিত থাকেন ৪০ রানে। চামিকা করুনারত্নে অপ্রাজিত থাকেন ৬ বলে ১২ রান করে। এছাড়া ৩১ বলে শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন মিনোদ ভানুকা। ভারতের হয়ে কুলদীপ যাবদ ৩০ রানে ২ উইকেট শিকার করেন। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আজ মাঠে নামবে দুই দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password