ছোটবেলার রমজান মাসের স্মৃতিচারন করলেন সিয়াম আহমেদ

ছোটবেলার রমজান মাসের স্মৃতিচারন করলেন সিয়াম আহমেদ

বাংলা সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। সময়ের ব্যাস্ততম নায়কও তিনি। “পোড়ামন-২” ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে নাম লিখানো সিয়াম আহমেদ একের পর এক কাজ করে চলেছেন। অল্প সময়ের মাঝে দর্শকরাও তাকে আপন করে নিয়েছে। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ছোটবেলার রোজার স্মৃতিচারন করলেন। ছোটবেলার রমজান মাসের স্মৃতি বলতে গিয়ে সিয়াম আহমেদ বলেন, ছোট বেলায় রোজার মাসে যখন স্কুল খোলা থাকতো তখন তাড়াতাড়ি বাসায় চলে আসতাম।

তবে আমাদের সময় রোজার মধ্যে এক্সাম হয়ে স্কুল বন্ধ হয়ে যেত। তাই বাসাতেই থাকা হতো। আমার বাবা মা দুজনেই চাকরী করতেন। তাই রোজার মধ্যে অপেক্ষায় থাকতাম কখন আব্বু আম্মু অফিস থেকে আসবে। সবাই মিলে একাসাথে ইফতারি করবো। সবাই মিলে একসাথে ইফতারি করা এই জিনিসটার যে একটা আবেদন,এই জিনিসটার যে একটা ভাল লাগা সেটা আসলে খুব অন্যরকম। 

রোজার স্মৃতিচারন করতে গিয়ে তিনি আরও বলেন, ছোটবেলায় রোজার মাসে নিজেকে প্রমান করার সময় ছিল যে, আমি বোধহয় বড় হয়ে গেছি। বড়দের সাথে রোজা রাখতেছি। আবার মাঝে মাঝে আত্মীয় স্বজন প্রলোভন দেখাতো যে আজকে হাফবেলা রোজা রাখো আবার আগামীকাল হাফবেলা রোজা রাখো তাহলে একটা রোজা হয়ে যাবে।

আমাদের মন চাইতো না সেই কথা বিশ্বাস করতে। তখন চেষ্টা করতাম না আমরাও বড়দের মতো রোজা রাখবো। এই সহজ সরল স্মৃতিগুলো আসলে খুব সুন্দর। তাছাড়া রোজা মানেই ঈদ খুব কাছাকাছি চলে আসলো এটা ভাবা খুব আনন্দের ছিল।

সময়ের ব্যাস্ততম অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত “শান”, “পাপ-পুণ্য”, “অপারেশন সুন্দরবন সহ বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে “শান” ছবিটি এই ঈদে মুক্তি পাওয়ার কথা আছে। কাজ শেষ পর্যায়ে আছে আরও কিছু ছবির। সিনেমার পাশাপাশি টিভিসিতেও প্রায় দেখা যায় সিয়াম আহমেদকে।

এছাড়া তিনি কাজ করেছেন ওয়েব সিরিজ “মরিচিকাতে”। ওয়েবসিরিজটি শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। সিয়াম আহমেদ ব্যাস্ততার মাঝেই দর্শকদের কাছাকাছি আসতে নিজ নামে গত বছর ইয়টিউব চ্যানেল শুরু করেছেন। ইতিমধ্যে ইউটিউবে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৪১ হাজারের বেশি। ইউটিউব থেকে স্বীকৃতিস্বরুপ পেয়েছেন সিলবার বাটন।

মন্তব্যসমূহ (০)


Lost Password