শস্য বোঝাই ১৬ জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে প্রস্তুত

শস্য বোঝাই ১৬ জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে প্রস্তুত
MostPlay

তুরস্কে জাতিসংঘের সমর্থনে মস্কো ও কিয়েভের মধ্যে শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অবশেষে ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু হতে চলেছে। এরই মধ্যে শস্য বোঝাই ১৬টি জাহাজ ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়তে প্রস্তুত রয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে-উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়েছে, জাহাজগুলো শিগগির ছেড়ে যাবে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য ২৫ মিলিয়ন টন খাদ্য শস্য বোঝাই করা হয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে যে শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়।

ওই চুক্তির আওতায়ই এই শস্য বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রসঙ্গত, গত ২২ জুলাই ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে জাতিসংঘ-সমর্থিত একটি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তি সইয়ের বিষয়ে তুরস্ক ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password