তেল নিয়ে সুগন্ধায় ডুবছে জাহাজ

তেল নিয়ে সুগন্ধায় ডুবছে জাহাজ

সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন সাতজন। ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনি-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজের পাঁচ জন শ্রমিক দগ্ধ ও চার জন নিখোঁজ রয়েছেন। দগ্ধদের মধ্যে দুই জনকে বরিশাল মেডিক্যাল কলেজ ও তিন জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেেছ। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

শনিবার দুপুর দুইটার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপো তেল খালাস করতে পেট্রল ও ডিজেল নিয়ে আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় হঠৎ বিকট শব্দে বিস্ফেরণ হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তিনি জানান, জাহাজে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে

মন্তব্যসমূহ (০)


Lost Password