সচেতনতামূলক প্রচারে শিবপুর মডেল থানা পুলিশ

সচেতনতামূলক প্রচারে শিবপুর মডেল থানা পুলিশ

রাব্বি সরকারমাদক, সন্ত্রাস, যৌন হয়রানির, বাল্যবিবাহ ও ধর্ষণ সহ নানা অপরাধ দমনে তাতক্ষণীক পুলিশী যোগাযোগের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনতে নরসিংদীর শিবপুরে দরজায় দরজায় বিট পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশী সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার বাড়িতে বাড়িতে ঘরে দরজায় সাঁটানো হয়েছে বিট পুলিশীং স্টিকার।

সেখানে রয়েছে বিট কর্মকর্তা ও থানা ডিউটি অফিসারের মোবাইল নাম্বার। যেকোন প্রয়োজনে তাদের সহায়তা নিতে পারবে এলাকাবাসী। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, পর্যায়ক্রমে ২৪ ঘন্টা সেবা দিয়ে যাবেন জনগনকে। ইতিমধ্যে বসত বাড়ির ঘরের দরজায় মোবাইল নাম্বার সম্বলিত স্টিকার লাগানো হয়েছে। ছোটখাটো ঘটনায় থানায় যেতে হবে না সেবা গ্রহীতাদের।

আইনশৃঙ্খলা সহ যেকোন সেবা পেতে যোগাযোগ করা যাবে বাড়ির পাশেই বিট কর্মকর্তাদের কাছে। আর বিট কর্মকর্তাকে মোবাইল ফোনে তাতক্ষণীক যেকোন ঘটনা জানানো যাবে ঘরে বসেই। তিনি আরো বলেন, একটা সময় ছিলো থানার ওসি কিংবা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করা কিংবা তার মোবাইল নাম্বার পেতে ছুটতে হতো এখানে সেখানে। এখন আর কোন অভিযোগ জানাতে বা পুলিশের যেকোন সেবা পেতে থানায় ছুটতে হবে না‌।

মানুষের জানমালের নিরাপত্তা ও পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের নেয় শিবপুরেও বিট পুলিশীং কার্যক্রম চলমান। স্থানীয়দের মতে, বিট পুলিশীং কার্যক্রমে এই করোনাকালীণ সময়ে ঘরে বসেই সেবা পাচ্ছে। পুলিশী পেতে কোন রকম হয়রানি হতে হচ্ছে না। হাতের নাগালেই তারা পাচ্ছে পুলিশে সেবা। করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় মসজিদে মসজিদে প্রচার প্রচারণা শুরু করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password