হেলেনা জাহাঙ্গীরের সাথে আলোচিত সেফুদার যোগাযোগ ও আর্থিক লেনদেন ছিলোঃ র‍্যাব

হেলেনা জাহাঙ্গীরের সাথে আলোচিত সেফুদার যোগাযোগ ও আর্থিক লেনদেন ছিলোঃ র‍্যাব
MostPlay

শুক্রবার (৩০ জুলাই) বিকালে কুর্মিটোলা র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন জানান, "আস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদা, যিনি ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্য দিয়ে দেশবাসীর নজর কারার চেষ্টা করেছেন তার সাথে হেলেনা জাহাঙ্গীর এর যোগাযোগ ছিলো বলে জিজ্ঞাসাবাদে প্রমান পেয়েছে র‍্যাব। তাছাড়া সেফুদার সাথে হেলেনা জাহাঙ্গীরের আর্থিক লেনদেনও ছিলো। হেলেনা জাহাঙ্গীরকে সেফুদা নাতি হিসেবে সম্বোধন করতেন।"

তিনি আরও বলেন, হেলেনা জাহাঙ্গীর উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের মানহানী করতেন। বিভিন্ন সময় তিনি ফেসবুক লাইভে এসে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেন। এছাড়াও দেশের বিভিন্ন গনমান্য ব্যাক্তিদের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেন, যা নিয়ে অনেকেই বিব্রত ছিলেন। হেলেনা জাহাঙ্গীর নিজেকে খ্যাতনামা প্রচার করার উদ্দেশ্যে নিজস্ব সংঘবদ্ধ চক্রও গড়ে তুলেন।

তার পরিচালিত জয়যাত্রা ফাউন্ডেশনকে তার ব্যাক্তিগত খ্যাতি পাওয়ার জন্য ঢাল হিসেবে ব্যবহার করেছেন বলেও জানায় র‍্যাব।

মন্তব্যসমূহ (০)


Lost Password