পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচী প্রকাশ

পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচী প্রকাশ
MostPlay

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। পরের বছর আবার এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। দীর্ঘ ছয় বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশ সফর করবে বাবর আযমদের পাকিস্তান।

ছয় বছর পর হতে যাওয়া এই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টির সূচি প্রকাশ করেছে বিসিবি। যদিও বিসিবি চাইছে তিন ফরম্যাটেই সিরিজ আয়োজন করার। গনমাধ্যমকে এমনটাই জাবিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

আগামী ১৯ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটি। এরপর ২০ ২২ নভেম্বর এবং আরও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে৷ টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দুই দল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ৷ সিরিজের শেষ ম্যাচটি জবে ঢাকায়।

বিসিবির নির্ধারিত কোভিড প্রটোকল অনুযায়ী সিরিজটি হবে জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের গাইডলাইন সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।'

মন্তব্যসমূহ (০)


Lost Password