দগ্ধ হয়েও তালিকায় নেই সালমা

দগ্ধ হয়েও তালিকায় নেই সালমা
MostPlay

নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে দুর্ঘটনায় দগ্ধ হয়েও তালিকায় নাম নেই সালমা নামে এক নারীর। গত শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদের বাইরে থেকেই দগ্ধ হয়েছিলেন তিনি।

সালমা বলেন, শুক্রবার রাতে ওষুধ আনতে বের হয়েছিলেন তিনি। মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়। আর মসজিদের জানালা ভেঙে সেই বিস্ফোরণের ধাক্কা লাগে তার গায়ে। এ সময় সালমা পড়ে যান। পরে হাত পায়ে খুব ব্যথার কারণে পাশের এক বাসায় যান তিনি। কারেন্ট ছিল না বলে সেই সময় বুঝতে পারেননি কি হয়েছে তার। এসময় এক নারী তার পায়ে পানি ঢেলে দেন।

তিনি আরও বলেন, বাসায় যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার শীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। রাতে ব্যথ্যা আরও বেড়ে যাওয়ায় হাসপাতালে যান সালমা। পরে চিকিৎসক তাকে ইনজেকশন আর মলম দেন।

এদিকে, তালিকাভুক্ত দগ্ধদের সরকারি সাহায্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ৩৭ জনের তালিকায় সালমার নাম না থাকায় সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই সরকারি সাহায্য চেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

গত শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া একজন বাসায় ফিরেছেন সুস্থ হয়ে। তবে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ আটজনের অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। এদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password