ইসরায়েলকে বড় ব্যাবধানে হারালো রোনালদোর পর্তুগাল

ইসরায়েলকে বড় ব্যাবধানে হারালো রোনালদোর পর্তুগাল

ইউরোর আগে নিজেদের শেষ প্রস্তুতী ম্যাচে ইসরায়েলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোর প্রস্ততী পর্বটা ভালভাবেই শেষ করলো রোনালদোর পর্তুগাল। প্রস্তুতী ম্যাচের প্রথমটিতে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। শেষটিতে বড় জয় পাওয়ায় পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

ইসরায়েলকে ৪-০ তে হারাতে পর্তুগালের হয়ে ব্রুনো ফের্নান্দেস করেছেন জোড়া গোল, ক্রিস্টিয়ানো রোনালদোও পেয়েছেন জালের দেখা। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০৪ তম গোল। আর মাত্র ৫টি গোল হলেই তিনি হয়ে যাবেন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি গোলের মালিক। ঘরের মাঠে ইসরায়েলের বিপক্ষে পুরো ম্যাচে দাপট দেখিয়েছে পর্তুগাল।

বলতে গেলে ইসরায়েলকে কোন রকম পাত্তাই দেয়নি তারা। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলছে পর্তুগাল। লিসবনের এস্তাদিও জোসে আল্ভালাদে স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই একটি সুযোগ পান রোনালদো। তবে গোলরক্ষক বরাবর শট নেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।

১৬ মিনিটের সময় আবার সুযোগ হাতছাড়া হয় পর্তুগালের। ম্যাচে লিড নিতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। ডানদিক থেকে আসা ক্যানসেলোর পাস থেকে প্রথম গোল করেন ব্রুনো। প্রথম গোল পাওয়ার পর মাত্র এক মিনিট পর পর্তুগালকে লিড এনে দেয়া ব্রুনোর এসিস্ট থেকে ছয় গজ বক্সের কোণায় দাঁড়িয়ে বাম পায়ের শটে দ্বিতীয় গোল করেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বিরতি থেকে ফিরেও আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। কিন্ত প্রথমার্ধের মতো এই অর্ধেও গোলের দেখা পাচ্ছিল না তারা। দ্বিতীয় অর্ধেও তাদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪১ মিনিট। শেষ ৫ মিনিটে দ্বিতীয়ার্ধেও দুইবার ইসরায়েলের জালে বল পাঠায় পর্তুগাল। ম্যাচের ৮৬ মিনিটের সময় পর্তুগালকে তিন গোলে এগিয়ে নেন প্রথম গোলে এসিস্ট করা ক্যানসেলো এবং যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন ফের্নান্দেস।

এর ফলে ৪-০ গোলের জয় দিয়েই ইউরোর প্রস্তুতী সারলো ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পর্তুগাল।

মন্তব্যসমূহ (০)


Lost Password