ম্যানইউ'র জার্সিতে আজই দ্বিতীয় অধ্যায় শুরু করবেন রোনালদো

ম্যানইউ'র জার্সিতে আজই দ্বিতীয় অধ্যায় শুরু করবেন রোনালদো
MostPlay

এ মৌসুমে জুভেন্টাস ছেড়ে দ্বিতীয়াবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যে বয়সে অধিকাংশ ফুটবলার নিজের ক্যারিয়ারের ইতি টানার কথা ভাবেন, সেই বয়সে রোনালদো বেছে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকেই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মাঝে জল্পনা রোনালদোকে রেড ডেভিলসের জার্সিতে আবার খেলতে দেখা যাবে। ফুটবল প্রেমীদের সেই স্বপ্ন হয়তো আজই পূরণ হতে চলেছে। নিউক্যাসলের বিপক্ষে ম্যানইউ'র জার্সিতে আজই দ্বিতীয় অধ্যায় শুরু করবেন রোনালদো। কার্ড ঝালেমার কারণে পর্তুগালের হয়ে শেষ ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তাই জাতিয় দলের ক্যাম্প আগেভাগেই ছেড়ে দিয়েছিলেন তিনি। তাই আজই দ্বিতীয়বারের মতো ম্যান ইউর জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে রোনালদোর। ক্লাব ম্যানেজার ওলে গানার সুলশার নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে রোনালদোর মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুদিন ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন রোনালদো। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানালেন, "আমি এখানে, ছুটি কাটাতে আসিনি... আগের সময়টা ভালো ছিল, গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিলাম। অনেক বছর আগে আমি এই জার্সি পরতাম। আমি এখানে আবারো জিততে এসেছি। আমার সেই সামর্থ্য আছে, আমার সতীর্থদেরও। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটা আমার জন্য এবং সমর্থক ও ক্লাবের জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার ভালো সুযোগ”।

এর আগে প্রথম মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় মৌসুম কাটিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। সেই সময় ম্যান ইউর হয়ে তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তিনি। ওই ছয় মৌসুমে ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন রোনালদো সাথে একটি ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো।

মন্তব্যসমূহ (০)


Lost Password